Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধূলা ও বিনোদন

 

খেলাধূলা ও বিনোদনে নেত্রকোণা সদর উপজেলা দেশের অগ্রগণ্য একটি উপজেলা। বিভিন্ন রকম খেলাধূলা ও বিনোদন মাধ্যমে নেত্রকোণা সদর উপজেলা সমৃদ্ধ। বিশেষ করে ফুটবলে এ উপজেলার খেলোয়াড়রা বিভিন্ন সময়ে নিয়মিতই জাতীয় দলে অংশগ্রহণ করে আসছে। একনজরে নেত্রকোণা সদর উপজেলার ক্রীড়াজগত নিম্নের টেবিলে উপস্থাপন করা হলোঃ

 

 

০১.

স্টেডিয়ামের সংখ্যা

:

০১টি

০২.

সুইমিং পুল

:

নাই

০৩.

জিমনেসিয়াম

:

নাই

০৪.

শারীরিক শিক্ষা কলেজ

:

নাই

০৫.

খেলার মাঠের সংখ্যা

:

১২টি

০৬.

শারীরিক শিক্ষকের সংখ্যা

:

৩৫ জন

০৭.

বিভিন্ন খেলার রেফারীর সংখ্যা

:

১৫ জন

 

কোচ- এর সংখ্যা

:

১০ জন

০৮.

ক্রীড়া ক্লাবের সংখ্যা

:

৩০টি

০৯.

ক্রীড়া সংগঠক

:

৫০ জন

১০.

ক্রীড়া সংস্থা

:

০৩ টি

 

 

*

জেলা ক্রীড়া সংস্থা

 

 

*

জেলা মহিলা ক্রীড়া সংস্থা, নেত্রকোণা।

 

 

*

উপজেলা ক্রীড়া সংস্থা, নেত্রকোণা।

১১.

 

:

০১টি (জেলা ক্রীড়া অফিস, নেত্রকোণা।

 

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়ামূলক কার্যক্রম:

 

স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহে যথারীতি খেলাধুলার চর্চা ও ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে। জাতীয় স্কুল/ মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় (শীত ও গ্রাষ্ম কালীন) বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর সাফল্যের সাথে অংশ গ্রহণ করে আসছে। উল্লেখ্য যে, প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য জাতীয় ভাবে কোন প্রতিযোগিতার ব্যবস্থা নেই, ফলে প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্রীড়া অনুষ্ঠান হতে বঞ্চিত প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রী শুধুমাত্র শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে আসছে।