১৮০২ সনে বৃটিশ বিরোধী আন্দোলনে যখন ফকির, বিদ্রোহে অত্রাঞ্চলে খাজনা আদায় অসাধ্য হয়ে পড়ে, ঠিক তখনই মোমেনশাহী জেলা কালেক্টর মিস্টার রটন সাহেবের বিশেষ অনুরোধে অত্র পরগণাটি গৌরীপুর এর রাজ রাজেশ্বরী দেবী ইজারা নেন। তিনি ইজারা নেওয়ার পর তাঁর নির্দেশে উনার পুত্র তৎকালীন জমিদার শ্রী ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী মহাশয় সেবাইত নিযুক্ত হয়ে শ্রী শ্রী সর্ব্বমঙ্গলা দেবীর মন্দির কালীবাড়ী প্রতিষ্ঠা করেন। আর ইজারার জমিদারী স্বত্ব শ্রী শ্রী সর্ব্বমঙ্গলা দেবীর নাম অনুসারেই সৃষ্টি হয় কালীগঞ্জ বাজার। যাহা পরবর্তী সময় নেত্রকোণা নামে রূপান্তর হয়।
মন্দির পূনঃ নির্মাণকালঃ বাংলা ২৯ শে বৈশাখ ১৪১৮ হইতে ৮ই জৈষ্ঠ ১৪২০ সন, ইংরেজী ১৩ই মে ২০১১ হইতে ২৩ শে মে ২০১৩ সন।
নতুন মন্দিরের স্থপতিঃ শ্রী আরোময় বিশ্বাস চয়ন।
মন্দির পরিচালনাঃ নির্বাহী কমিটির মাধ্যমে।
আয়ঃ দোকান ভাড়া ও জমির ফসল হইতে।
মন্দিরের পুরোহিতঃ ২জন। ১। শ্রী অরুন কুমার চক্রবর্তী ২। শ্রী সুব্রত চক্রবর্তী বাচ্চু
মন্দিরের আঙিনাঃ ২.৭ একর। ফসলি জমিঃ প্রায় ৬ একর।
মন্দির স্থানঃ নেত্রকোণা পৌরসভার ২নং ওয়ার্ড ও সাতপাই মৌজায় বটতলা, কলেজ রোড, মগড়া নদীর তীবে প্রতিষ্ঠিত।
বর্তমান পরিচালনা কমিটি: সভাপতি-শ্রী বাবন কুমার ঘোষ, সম্পাদক-শ্রী লিটন চন্দ্র পন্ডিত (শিক্ষক)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS