Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ এ ০১:৫২ PM

ঋণ প্রাপ্তি

কন্টেন্ট: পাতা

উপজেলার বিভিন্ন দপ্তর হতে নিম্নে বর্ণিত ঋণসমূহ প্রদান করা হয়:

উপজেলা সমাজসেবা কার্যালয়ঃ

১। প্রতিবন্ধী ঋণ

২। বয়স্ক ভাতা

৩। প্রতিবন্ধী ভাতা

৪। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

৫। মুক্তিযোদ্ধা ভাতা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ



যুব ঋণ কর্মসুচি দুই ধরণেরঃ


ক) আত্মকর্মসংস্থাণ ঋণ কর্মসুচি (একক ঋণ কর্মসূচি এবং

খ) পরিবারভিত্তিক ঋণ কর্মসুচি (গ্রম্নপ ভিত্তিক ঋণ কর্মসুচি) ।

ক) আত্মকর্মসংস্থান ঋণ কর্মসুচি (একক ঋণ কর্মসূচি)ঃ এ কর্মসূচীর আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষক্ষত যুবদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের জন্য একক ঋণ প্রদান করা হয়। প্রশিক্ষন ও প্রকল্প ভেদে সর্বনিমণ ঋণপ্রত্যাশিকে ৩০,০০০/- টাকা হতে শুরম্ন করে সর্বোচ্চ ১,০০,০০০/- টাকা পর্যমত্ম ঋন প্রদান করা হয়।

খ) পরিবারভিত্তিক ঋণ কর্মসুচি (গ্রম্নপভিত্তিক ঋণ কর্মসূচি)ঃ এ কর্মসূচির আওতায় তৃনমূল পর্যায়ের হতদরিদ্র বেকার যুবদের পারিবারিক গ্রম্নপে সংগঠিত করে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয়। গ্রম্নপের সদস্য সংখ্যা ০৫ জন এবং ০৭ থেকে ১০ টি গ্রপ নিয়ে একটি কেন্দ্র ঘঠিত হয়। গ্রপের প্রত্যেক সদস্যকে প্রাথমিক পর্যায়ে ১২,০০০/-টাকা এবং পর্যায়ক্রমে ১৬,০০০/- টাকা এবং ২০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।


*** এছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন অনুদানসহ অন্যান্য কার্যালয়সমূহের প্রাপ্ত অনুদান ইত্যাদি যথাযথভাবে বিতরণ করা হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন